শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হাসপাতাল থেকে নবজাতক চুরি, আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৯, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর ২৫০ শয্যার সদর হাসপাতাল থেকে দুইদিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সন্তান হারিয়ে মা মোছাস্মৎ জুলেখা বেগম এখন পাগলপ্রায়। বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে। দুইদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

এ ঘটনায় তুহিন (৩৬) নামের সন্দেহভাজন একজনকে হাসপাতালের সামনে থেকে আটক ও সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে পুলিশ।

নবজাতকটি নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দা মো. আবদুল মালেকের ছেলে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নবজাতকের মা জুলেখা বেগম শিশুকে বেডে রেখে টয়লেটে গেলে শিশুটি চুরি হয়ে যায়। এরপর থেকে হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজেও সন্ধান পাওয়া যায়নি। নবজাতককে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারে হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘নবজাতক চুরির বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।’

আর পড়তে পারেন