সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনের ভোট পর্যবেক্ষণে তিনজন পর্যবেক্ষক পাঠাবে জাপান

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৮, ২০২৩
news-image

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে জাপান।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এ কথা জানান।

বৈঠকে সিইসি ছাড়াও ইসি সচিব মো. জাহাংগীর আলম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ কমিশনের অন্য কর্মকর্তারাও অংশ নেন বলে জানা গেছে।

জাপানের রাষ্ট্রদূত জানান, জাপান থেকে ভোট পর্যবেক্ষণে তিনজন পর্যবেক্ষক আসবেন। আর তাদের সঙ্গে ঢাকার জাপান দূতাবাসের ১৩ কর্মকর্তা থাকবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আজই প্রতীক বরাদ্দ হয়ে গেছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

আর পড়তে পারেন