রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে ‘আন্তর্জাতিক সমর্থনের প্রত্যাশায়’ বিএনপি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২০, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চলতি বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ধরে নিয়েই দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম। ছোট-বড় রাজনৈতিক দল জোট তৈরির মধ্য দিয়ে শুরু করেছে রাজনীতির নতুন মেরুকরণ। তৎপরতা যেমন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে, তেমনই বিএনপিসহ একাধিক বিরোধী রাজনৈতিক দল বা জোটগুলোও পিছিয়ে নেই। চলছে দাবি-পাল্টা দাবির হিসাব-নিকাশ।

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে মতভেদ দূর করে ঐক্যবদ্ধ হতে, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে। যদিও সেখানে ঘুরে ফিরে প্রাধান্য পাচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াবিহীন নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, সেই প্রশ্নটি।

আগামী নির্বাচন ইস্যুতে বিএনপির পক্ষ থেকে কোনো সুনিদিষ্ট নির্দেশনা কিংবা সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখন পর্যন্ত। তারপরও একাদশ নির্বাচনকে লক্ষ্য রেখে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চালাচ্ছে দলটি। পাশাপাশি সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য চাপে রেখে দাবি আদায় করতে আন্তর্জাতিক সমর্থন আদায়ে কূটনৈতিক সম্পর্ক জোরদারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিতই পাওয়া গেছে। দলটির নেতাদের ভাষ্য, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা প্রদানের পাশাপাশি দলের প্রধান খালেদা জিয়ার মুক্তি চায় দলটি। এরই অংশ হিসেবে প্রভাবশালী রাষ্ট্রগুলোর কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে চায় বিএনপি।

অতি সম্প্রতি আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেঙ্কার সঙ্গে বৈঠক করে। যুক্তরাষ্ট্র সফরে তারা মার্কিন পররাষ্ট্র দফতরের সঙ্গেও বৈঠক করে।

দলটির একটি সূত্রের ভাষ্য, খুব শিগগিরই আন্তর্জাতিক সমর্থন আদায়ে যুক্তরাজ্য ও ভারত সফরের যাওয়ার পরিকল্পনা করছে বিএনপির প্রতিনিধিদল। এমনকি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও বৈঠক আয়োজনের চেষ্টা অব্যাহত রেখেছে দলটি। সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামী দিনের আন্দোলন ও নির্বাচন প্রক্রিয়াসংক্রান্ত যাবতীয় ভার দলটির স্থায়ী কমিটির ওপর ন্যস্ত করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ব্যাপারে ঢাকায় কূটনীতিকদের সঙ্গে নিয়মিত কথা বলার পাশাপাশি নির্বাচন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দফতরেও যোগাযোগ রাখছেন দলের নেতারা।

বিএনপি নেতারা মনে করছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি দুটি পরস্পরবিরোধী মহাশক্তির কৌশলে আবির্ভূত হতে যাচ্ছে। একটি ২০০৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে কেন্দ্র করে গড়ে ওঠা ১৪ দলীয় জোট। অন্যটি শেখ হাসিনাবিরোধী সব দল ও নেতাদের নিয়ে গড়ে ওঠা নতুন-পুরাতন শক্তিগুলোর দৃশ্যমান-অদৃশ্যমান বৃহত্তর জাতীয় ঐক্য।

এসব বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনায় এসেছে, ততবারই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এসেছে। তবে একাদশ নির্বাচনে বিএনপি অংশ নেবে নাকি নেবে না, সেটা সময় বলে দেবে। কারণ বিএনপি আন্দোলন করছে দেশে গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে।’

‘কাজেই বিএনপি নির্বাচনের ব্যাপারে তখনই তাদের অবস্থান জানান দিবে, যখন দেশের প্রতিটি মানুষ আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গ্যারান্টি পায়; যখন মানুষ নিশ্চিত হবে যে ভোটকেন্দ্রে নিজের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবে।’

এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমান সরকার যে অনির্বাচিত ও অবৈধ একটি সরকার এটা শুধু দেশে নয়, বরং আন্তর্জাতিক অঙ্গন অবগত রয়েছে। কাজেই জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি যে আন্দোলন করে যাচ্ছে তাতে আন্তর্জাতিক পরিমণ্ডলের কাছে নতুন করে সমর্থন আদায়ের কোনো বিষয় নেই।’

‘আগামী দিনে দেশ কে পরিচালনা করবে তার সিদ্ধান্ত নেবে এই দেশের জনগণ। সেখানে আন্তর্জাতিক সমর্থন কোনো একটা বিবেচ্য বিষয় হতে পারে না। আর বিএনপিও দেশের জনগণের চেয়ে আন্তর্জাতিক অঙ্গনকে খুব একটা গুরুত্ব অতীতেও দেয়নি, অদূর ভবিষ্যতেও দেবে বলে অন্তত আমি মনে করছি না।’

দলটির একাধিক দায়িত্বশীল নেতার ভাষ্য, অক্টোবরের শুরুতেই নির্বাচনমুখী আন্দোলনে যাবে বিএনপি। দলের প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, সংসদ ভেঙে দেওয়াসহ নানা দাবিতে রাজপথ গরম করবে দলটি। একই সঙ্গে থাকছে নির্বাচনের প্রস্তুতিও। এ কারণেই ২০১৪ সালের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আগে-ভাগেই নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে দলটি।

নেতারা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশে রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা বজায় ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য। এরই মধ্যে দলের নেত্রী খালেদা জিয়া মামলায় কারাবন্দী রয়েছেন। কাজেই একাদশ সংসদ নির্বাচনের আগেই তার মুক্তির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পাশাপাশি নির্বাচন ও স্বল্পমেয়াদী আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে বিএনপিকে।

সেই লক্ষ্যে কিছু মতপার্থক্য থাকার পরও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর ঐক্য গঠনে চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। এই বিষয়টিকে দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গুরুত্বের সঙ্গে নিয়েছেন। ফলে শিগগিরই গণতান্ত্রিক কঠোর কর্মসূচিতে যাবে বিএনপি। এ কারণেই কর্মসূচিতে নামার আগে অক্টোবর মাসেই জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় দলটি। পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টাও চলবে।

এসব বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যারা জাতীয় ঐক্য চান, তাদের সবার সুরই এক ও অভিন্ন। এ অবস্থায় অন্য দাবির সঙ্গে রাজনৈতিক মামলায় কারাবন্দী দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি বিএনপি তো চাইতেই পারে। এতে কারো কোনো সমস্যা নেই। তা ছাড়া বিএনপি কখনো অন্যের ওপর, বিশেষ করে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের ওপর নির্ভর করে কিংবা নিজ স্বার্থ বিকিয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসতে চায় না।’

‘যদি চাইত তাহলে আজীবন রাষ্ট্র পরিচালনায় থাকতে পারত। কিন্তু বিএনপি নিজ দেশের স্বার্থে বিভিন্ন মোহ, লোভ বিসর্জন দিয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগ বরাবরই দেশের স্বার্থের চেয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বেশি প্রাধান্য দেয়, দিচ্ছে; যার বড় প্রমাণ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন। সে নির্বাচন দেশ তথা সারা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। অথচ প্রতিবেশী রাষ্ট্র ঠিকই নগ্ন সমর্থন দিয়েছে। শুধু তাই নয়, রাষ্ট্রটি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যেতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে।’

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘একটি দেশের রাজনৈতিক দল অন্য আরেকটি দেশের রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন, সেটা স্বাভাবিক। বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকেছে। কাজেই অন্যান্য দেশের সঙ্গে এই দলটির আন্তর্জাতিক সম্পর্ক থাকাটা তো দোষের কিছু নয়। সম্পর্ক থাকবেই।’

‘তবে একটি কথা খুবই স্পষ্ট যে, বিএনপি আর যাই করুক, নিজ দেশের স্বার্থ জড়িত রয়েছে এমন কিছুতে অন্যের কাছে বিকিয়ে দেবে না। বিএনপি মনে করে, আগামী দিনে দেশে যে সংকট ধেয়ে আসছে, তার মোকাবিলা দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিই করতে পারবে। এতে বৈদেশিক কোনো রাষ্ট্রের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে হয় না।’

গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জাতিসংঘ সফরে তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন। বেশকিছু বিষয়ে জাতিসংঘের প্রতিনিধি জানতে চেয়েছেন, তারাও জানিয়েছেন।

এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের বিশেষ দূত হিসেবে তিন দফা ঢাকায় আসেন তারানকো। নির্বাচনের পরিবেশ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। যদিও ওই বৈঠক ফলপ্রসূ হয়নি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে বিএনপি। ফলে নির্বাচনে বিজয়ী হয়ে টানা দুই মেয়াদের সরকার গঠন করে আওয়ামী লীগ।

এদিকে ১৯ সেপ্টেম্বর, বুধবার বিকেলে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কেউ উড়ে এসে আমাদের রক্ষা করবে না।’

জোট শরিকদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আপনার এই দেশ, আপনাকেই রক্ষা করতে হবে। আপনার মানুষকে আপনাকেই রক্ষা করতে হবে। অন্য কেউ উড়ে এসে আমাদেরকে রক্ষা করে দেবে না।’

আর পড়তে পারেন