বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নেপালের কাছে ফুটবলে হেরে কাবাডিতে প্রতিশোধ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০২১
news-image

স্পোর্টস ডেস্কঃ

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ফুটবলের ফাইনালে নেপালের কাছে হেরে মাথানত হয়েছিল ফুটবলারদের। ২৪ ঘণ্টা পর সেই নেপালকে ঢাকায় হারিয়ে প্রতিশোধ নিলো কাবাডি দল।

মঙ্গলবার (৩০ মার্চ) পল্টন ময়দান সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩৫-২০ পয়েন্টে হারিয়েছে নেপালকে।

প্রথমার্ধে বাংলাদেশ দুটি লোনাসহ ২৪-৮ পয়েন্টে এগিয়েছিল। নেপাল দলটি বলতে গেলে বিমান থেকে নেমেই খেলতে নেমে পড়ে। তাই প্রথমার্ধে খেই হারিয়ে ফেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পায় ১১ পয়েন্ট, নেপাল পায় ১২ পয়েন্ট। প্রথমার্ধে বাংলাদেশ ২টি লোনা পেলেও দ্বিতীয়ার্ধে পেয়েছে একটি।

পোল্যান্ড ও কেনিয়ার পর নেপাল-টানা তিন ম্যাচ জিতে ফাইনালের পথে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ। ফ্লাইট জটিলতার কারণে টুর্নামেন্ট শুরুর দুইদিন পর মঙ্গলবার দুপুরে ঢাকা পৌঁছায় নেপাল।

সন্ধ্যায়ই ম্যাটে নামে বাংলাদেশের বিরুদ্ধে। খেলার শুরু থেকেই নেপালের উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকেন বাংলাদেশের রেইডাররা। প্রথমার্ধে স্পষ্ট দু’টি লোনাসহ ২৪-৮ পয়েন্টে এগিয়েছিল স্বাগতিকরা।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার। বুধবার (৩১ মার্চ) সকাল ১০ টায় নেপাল খেলবে পোল্যান্ডরে বিপক্ষে, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে এবং সন্ধ্যা সাড়ে ৭ টায় মুখোমুখি হবে কেনিয়া ও নেপাল।

আর পড়তে পারেন