শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবেন জামাল ভূঁইয়া

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৩, ২০২১
news-image

 

পিয়াল হাসান মুরাদ:
২০২২ বিশ্বকাপ বাছাই ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর বাছাই পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠের ম্যাচকে ঘিরে তৈরি হয়েছিলো সংশয়। বাংলাদেশে আসতে আফগানিস্তানের অনীহা, নিজেদের মাঠেই ম্যাচ খেলবে বাংলাদেশ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এমন অটুট অবস্থানে সমঝোতা হয়নি কিছুই। তাই নিশ্চিত ভাবেই বলা যায় আফগানিস্তান-বাংলাদেশ এর ম্যাচ গড়াতে সময় লাগবে অনেক । এরই মধ্যে নেপাল ফুটবল এসোসিয়েশান এর পক্ষ হতে বাফুফের নিকট আসলো প্রস্তাব। বাফুফেরও কালক্ষেপণ নয়। তিন জাতির ফুটবল প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ। নেপালে তিন জাতির ফুটবল প্রতিযোগিতা কে সামনে রেখে গত ৯ মার্চ ২৪ সদস্যর প্রাথমিক দল ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে।

বাংলাদেশ দলের প্রাণভোমরা জামাল ভূঁইয়াও রয়েছেন প্রাথমিক দলে। তবে ভারতের আই-লিগে খেলার কারণে তাকে পাওয়া নিয়ে জেগেছিল সংশয় । তবে সব জল্পনাকল্পনার অবসান ঘটালেন জামাল নিজেই।

সংশয় উড়িয়ে গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেপাল যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি জানান, ‘আগামী ১৮ অথবা ১৯ মার্চ আমাকে ছাড়া হবে। আমার মনে হয় না ২১ মার্চ কলকাতার হয়ে ম্যাচটি খেলতে পারবো। মোহামেডান কোচের সাথে কথা হয়েছে, তারা আমাকে সঠিক সময়ে ছাড়বে। আমি বাংলাদেশ দলের হয়ে খেলবো।’

আর পড়তে পারেন