বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে গণধর্ষণ মামলার প্রধান আসামী বরুড়ায় গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২, ২০১৯
news-image

এম.ডি আজিজুর রহমান ঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিরোধী একটি দলকে ভোট দেওয়ায় স্বামী-সন্তানকে বেঁধে চার সন্তানের জননীকে (৩২) গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সোহেলকে (৩৫)   কুমিল্লার বরুড়া উপজেলা থেকে গ্রেফতার করেছে নোয়াখালি ডিবি (গোয়েন্দা) পুলিশ।

বুধবার (২ জানুয়ারী) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস (দঃ) ইউনিয়নের মহেশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সোহেল নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মধ্য বাগ্যা গ্রামের মৃত. ইসমাইলের ছেলে।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার (৩০ ডিসেম্বর) রাতে চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ৪০ বছর বয়সী এক নারীর বসত ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ করে ও পিটিয়ে আহত করে। পরদিন ওই নারী ও তার স্বামীকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ৯ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

ওই গৃহবধূর স্বজনরা অভিযোগ করেন, এই বর্বরোচিত কাণ্ডে যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই রুহুল আমিনকেই (চর জুবিলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য) আসামি করা হয়নি। এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে দেশজুড়ে।

আর পড়তে পারেন