শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী কারাগারে

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৬, ২০২১
news-image

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম কামাল উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামের জয়নাল আবেদীন হাজারীর ছেলে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কানকিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, জহিরুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ডমুরুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সেনবাগ থানায় ২০১৯ সালের একটি মারামারির মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানা সূত্রে তাকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আর পড়তে পারেন