শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বরুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০২১
news-image

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়ায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সংবাদের বরুড়া প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাস, মানব বন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক যায় যায় দিনের বরুড়া প্রতিনিধি মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিন ও দৈনিক শিরোনাম পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ ইকরামুল হক, দৈনিক ভোরের ডাক পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ ওমর ফারুক, বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতী মমিন উল্লাহ ভুঁইয়া, দৈনিক সমাজকন্ঠ পত্রিকার বরুড়া প্রতিনিধি শরীফ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন খোকন, দৈনিক আমাদের কুমিল্লা বরুড়া প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক আলোর দিগন্ত পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, আমরা বরুড়াবাসী সংগঠনের সভাপতি রোটাঃ আসাদুজ্জামান জুয়েল সওদাগর প্রমুখ।

এ সময় বক্তারা বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতারের দাবি জানান এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গত, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়, পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আর পড়তে পারেন