বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকার টিকিট পাচ্ছেন না ৭০ এমপি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বিতর্কিত কর্মকান্ডের কারণে আগামী জাতীয় নির্বাচনে ৭০ এমপি নৌকার টিকিট পাচ্ছেন না বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। দলের নেতারা জানান, আগামী নির্বাচনকে তারা খুব ‘সিরিয়াস’ মনে করছেন। যেসব এমপি অসদাচরণ করেন, দলকে পাত্তা না দিয়ে নিজের খেয়াল খুশি মতো পছন্দের গোষ্ঠী তৈরি করে চলছেন, দুর্দিনের কর্মীদের কাছে নিচ্ছেন না এবং যারা পাস করে আসতে পারবেন না এমন এমপিদের আগামী নির্বাচনে নৌকার মনোনয়ন না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি দলীয় ফোরামে সাফ জানিয়ে দিয়েছেন যে দলের যেসব সংসদ সদস্যকে বারবার চেষ্টার পরও সংশোধন করা সম্ভব হয়নি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না। কে কী করছেন, তার রিপোর্ট তার  কাছে আছে। নিয়মিত এসব তথ্য হালনাগাদ হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতেই আগামী নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এলাকায় যার অবস্থান ভালো না, তাকে মনোনয়ন দেওয়া হবে না। দলের হাইকমান্ডের এমন বক্তব্যের পর আতঙ্কিত হয়ে পড়েছেন জনবিচ্ছিন্ন ও বিতর্কিত সংসদ সদস্যরা।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে বিতর্কিত ও অগ্রহণযোগ্য কাউকেই মনোনয়ন দেওয়া হবে না। নিজ নিজ এলাকায় যেসব এমপি বিতর্কিত, আগামী সংসদ নির্বাচনে তাদের স্থলে জনপ্রিয়দের মনোনয়ন দেওয়া হবে। বিতর্কিত এমপিদের আসনে বিকল্প প্রার্থী খোঁজা হচ্ছে বলে তিনি জানান ।

আর পড়তে পারেন