শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১৫৪ কর্মকর্তা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

জনপ্রশাসনের ১৫৪ জন যুগ্ম-সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। বুধবার রাতে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমান সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসে যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ে পদোন্নতির কথা রয়েছে। শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অতিরিক্ত সচিবের স্থায়ীপদের সংখ্যা ১১১টি। নতুন করে পদোন্নতির পর জনপ্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৯ জন।

জনপ্রশাসনে পর্যাপ্ত পদ না থাকলেও কয়েক বছর ধরেই পদোন্নতি দেওয়া হচ্ছে। ফলে পদোন্নতি পাওয়া অনেকেই এক ধাপ বা দুই ধাপ নিচের পদে চাকরি করছেন।

আর পড়তে পারেন