শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পরীক্ষা না নিলে কঠোর হুশিয়ার কুমিল্লার শিক্ষার্থীদের

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৫, ২০২২
news-image

বি এম মহিউদ্দিন মন্টিঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা সকল পরীক্ষা না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কুমিল্লার কলেজ গুলোর শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লার কান্দিরপাড়ের টাউনহলের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ান, ফয়সাল আহমেদ, ঈশিতা ও নিপার নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ কুমিল্লার সকল কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ঘোষণা দেন যদি আগামী ৩০ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা পরীক্ষা গুলোর রুটিন না দেয়া হয় তাহলে ৩১ তারিখ ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।

শিক্ষার্থীরা আরো বলেন, পূর্ব ঘোষিত আগামী ২৯ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স ২য় বর্ষসহ বিভিন্ন বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে পরিক্ষা নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন শেষ করেন শিক্ষার্থীরা।

আর পড়তে পারেন