বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুতিনের কথা বিশ্বাস না করার আহ্বান জানালেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৬, ২০২২
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন, তারা যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া কথা বিশ্বাস না করেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, খাদ্য শস্য রপ্তানি করতে ইউক্রেন মাইকোলাইভের বন্দরগুলো ব্যবহার করতে পারে।

তিনি কথা দিয়েছেন, সেখানে থাকা মাইন পরিস্কার করে ইউক্রেন শস্য রপ্তানি করার পর সেই পথটিকে ব্যবহার করে ওডেসায় ‘হামলা’ করবে না রাশিয়া।

তবে পুতিনের এ কথা বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ ব্যাপারে টুইটে বলেছেন, পুতিন বলছেন তিনি বাণিজ্য পথ ব্যবহার করে ওডেসায় হামলা চালাবেন না। এটি হলো সেই একই পুতিন, যে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে বলেছিলেন, তিনি ইউক্রেনে হামলা করবেন না। আমাদের দেশে হামলা করার কয়েকদিন আগে তিনি এমন কথা দিয়েছিলেন। আমরা পুতিনকে বিশ্বাস করতে পারি না। তার কথার মূল্য নেই।

এদিকে রাশিয়ার ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনে আটকে আছে টন টন শস্য। যেগুলো রপ্তানি করা যাচ্ছে না। আর ইউক্রেনের এসব শস্য রপ্তানি করা না গেলে বিশ্বে দেখা দিতে পারে খাদ্য সংকট।

সূত্র: দ্য গার্ডিয়ান

আর পড়তে পারেন