শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরোপুরি লকডাউন নিশ্চিতকল্পে কুমিল্লা এরিয়ায় সেনাবাহিনী কর্তৃক টহল পরিচালনা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:
১ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এবং সেনাসদরের নির্দেশনা অনুযায়ী ৩৩ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকায় (কুমিল্লা, নোয়াখালি, চাঁদপুর, বি-বাড়িয়া, লক্ষীপুর এবং ফেনি) করোনা প্রার্দুভাব হ্রাসকল্পে বেসামরিক প্রশাসনের সহায়তায় টহল পরিচালনা করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী করোনা প্রটোকল মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে বেসামরিক প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। গত বছরের ন্যায় এবছরও দেশের এই দূযোর্গপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে।

দেশের এই পরিস্থিতিতে করোনা প্রটোকল মেনে চলতে ও পুরোপুরি লকডাউন নিশ্চিতকল্পে জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ায় টহল পরিচালনা করছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে নিজস্ব বাস্থানে অবস্থান করতে ও সরকারের দেয়া সকল বিধি নিষেধ যথাযথভাবে মেনে চলতে সেনাসদস্যরা সাধারণ জনগণকে উৎসাহিত করছে।

আর পড়তে পারেন