শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পূজামণ্ডপের ঘটনায় আরও দুজনের ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১০, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেফতার আরও দুইজনকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর আদালতে দুই আসামির সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- মো. সাইফুল ইসলাম ও বোরহান উদ্দিন। তারা কুমিল্লায় দিলীপ দাস হত‌্যা মামলার আসামি।

কোর্ট পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ বলেন, ১৩ অক্টোবর মণ্ডপে কোরআন রাখার অভিযোগে কুমিল্লার রাজেশ্বরী কালীমন্দিরে ইট-পাটকেল ছুড়ে মারার ঘটনা ঘটে। এ সময় দিলীপ কুমার দাস ওখানে পূজার্চনায় ব্যস্ত ছিলেন। ছোড়া ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন। এ সময় মন্দিরে দায়িত্বপ্রাপ্তরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর দিলীপ কুমার মারা যান।

এ ঘটনায় ২৫ অক্টোবর দিলীপ কুমার দাসের (৬২) স্ত্রী পূজা রাণী বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এ ঘটনায় পুলিশ তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেন।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সাইফুল ও বোরহানকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আর পড়তে পারেন