সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পেট্রোল বোমা হামলার ২ মামলায় বিএনপি নেতা মনির চৌধুরীর জামিন

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় আদালত থেকে জামিন পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।
বুধবার (১৭ মে) দুপুরে কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৭ মে তিনি হাইকোর্ট থেকে ২ মাসের জন্য অর্ন্তবর্তীকালীন জামিন লাভ করেন।
জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় আইকন পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ৮ ঘুমন্ত যাত্রী মারা যায়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন। এ ২টি মামলার পৃথক এজাহারে বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখ করা হয়। উভয় মামলার ৭৮নং আসামি ছিলেন মনিরুল হক চৌধুরী ।

আর পড়তে পারেন