শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬০, অস্ট্রেলিয়া ৩ উইকেটে ১৮

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৭, ২০১৭
news-image
স্পোর্টস ডেস্কঃ
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে তিন উইকেটে ১৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। রবিবার বিকেলে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ৯ রানে অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নারকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি।
পরের ওভারের প্রথম বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওসমান খাজা। একই ওভারের শেষ বলে সাকিব আল হাসান এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাথান লিয়ন। তিন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। শেষ পর্যন্ত ৯ ওভার খেলা শেষে ৩ উইকেটে ১৮ রান করে অসিরা। রেনশো ৬ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৬০ রানে। এই রান সংগ্রহ করতে টাইগাররা খেলেছে ৭৮ ওভার ৫ বল। রবিবার তৃতীয় সেশনের খেলা বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়। বৃষ্টি থামলে ৬ উইকেটে ২১৮ রান নিয়ে বাংলাদেশ ফের প্রথম ইনিংসের খেলা শুরু করে। তবে দিনের খেলা শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এর আগে সকালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে অসি পেসার প্যাট কামিন্সের বোলিং তোপে মাত্র ১০ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা। এরপর ১৫৫ রানের জুটি গড়ে তোলেন তামিম ও সাকিব। এরপর অসি স্পিনারদের পালা শুরু হয়। তবে দলীয় ১৬৫ রানে ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে তামিম সাজঘরে ফিরে গেলে জুটি ভেঙ্গে যায়। ১৪৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ব্যক্তিগত ৭১ রান করেন তিনি। এ দিন নিজের ২৩তম অর্ধশত রান পূর্ণ করেন তামিম।
দলীয় ১৯৮ রানে অসি স্পিনার অ্যাশটন অ্যাগারের শিকার হয়ে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। ২ চারে মাত্র ১৮ রান সংগ্রহ করে বাংলাদেশের লিটল মাস্টার। এদিকে তামিমের পর সেঞ্চুরি বঞ্চিত হন ক্রিজে থাকা সাকিব আল হাসান। শতক থেকে মাত্র ১৪ রান দূরে থাকতে তাঁকে আউট করেন অসি অফস্পিনার নাথান লায়ন।
৫ উইকেটে ১৯০ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। চা বিরতির পর খেলা শুরু করে নাসির ও মুশফিক। মুশফিকের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। বিরতি শেষ খেলা শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ৬৪.৪ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২১৮ রান।
বৃষ্টির পর বাংলাদেশ ১৪ ওভার ১ বল খেলে বাকি চার উইকেট হারিয়ে ৪২ রান যোগ করতে সক্ষম হয়।    অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স নাথান লিয়ন ও অ্যাস্ট অ্যাগার ৩টি করে উইকেট নেন। এছাড়া একটি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

আর পড়তে পারেন