বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফণীতে ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিল চায়না

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩০, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে রেড ক্রস সোসাইটি অব চায়না।

বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার চীন দূতাবাসের মাধ্যমে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

ঢাকার চীন দূতাবাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে চেক গ্রহণ করেন সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহ্ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের দায়িত্বরত পরিচালক নাজমুল আযম খান, সহকারী পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহ্ উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, রেড ক্রস সোসাইটি অব চায়না, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম সহযোগী প্রতিষ্ঠান। তারা, বাংলাদেশে সংঘটিত বড় ধরনের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তায় সব সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চায়না রেড ক্রস সোসাইটি ও ঢাকার চীনা দূতাবাসের প্রতি কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চায়না রেড ক্রস সোসাইটি বাংলাদেশের জনগণের কল্যাণে নেওয়া তাদের এই পদক্ষেপ অব্যাহত রাখবে।

রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো আরো জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন