রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্ধুর বিপদে সবার আগে আমি এগিয়ে আসবো – আলী আকবর

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২, ২০২২
news-image

বিশেষ প্রতিনিধি:
বাল্যজীবন, স্কুল/ কলেজ জীবনে যত বন্ধু বান্ধব, যে যেখানেই নিজ নিজ পেশায় আছেন, তাদের পথচলাকে সাধুবাদ জানাই, আপনাদের পরিবার ও সন্তানদের নিয়ে সুখে থাকবেন। আপনারা যারা আমার সাথে পথচলায় বন্ধুত্ব সম্পর্ক হয়েছে, তারা যে কোন সময়ে বিপদ আপদে আমাকে স্বরন করবেন আমি কথা দিচ্ছি সব বন্ধুদের
আগে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।

বাল্যকালের বন্ধু ও স্কুল/কলেজ জীবনের বন্ধুদের নিয়ে কুমিল্লা বন্ধু ফোরামের মিলন মেলার উদ্যোক্তা ও অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর এসব কথা বলেন।

শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুবাইরচর এলাকায় হোটেল নুর মহলের অডিটরিয়ামে কেক কাটা, আলোচনা ও পরিচিতি সভা এবং সংস্কৃতি সন্ধ্যার মাধ্যমে এক জমকালো মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত হয়।

মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা সাবেক সিভিল সার্জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সাবেক পরিচালক ডাঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিএস লিমিটেড এর চেয়ারম্যান ও মেঘনা টেলিভিশনের সিইও মোহাম্মদ মফিজ উল্ল্যাহ বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা
আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাঙ্গলকোট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার।

এছাড়া বন্ধু ফোরাম মিলন মেলার আয়োজক কমিটির মোঃ মাহবুব হাসান, নজরুল ইসলাম, নাজমুল হাসান লিটন ও মোঃ আবু সুফিয়ান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্কুল ও কলেজ জীবনের এক সাথে পথচলা প্রায় দেড় শতাধিক বন্ধু/বান্ধুবীদের নিয়ে এই মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত, ইতিপূর্বে
যাদেরকে হারিয়েছে তাদের  স্মরণে দোয়া মোনাজত, জাতীয় সঙ্গীত, পরিচিতি, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতি সন্ধ্যা ও ডিনার শেষ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আর পড়তে পারেন