শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যার্তদের সাহায্যে পথ নাটক করল কাব্য বিলাস

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২২, ২০১৭
news-image

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস বন্যার্তদের সাহায্যে রাজধানীর উত্তরায় পথনাটক প্রদর্শন করে। রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় দলটি মঞ্চায়ন করে নাটক ‘বোধ’। মূলত বন্যার্তদের সাহায্যে অর্থ সংগ্রহের উদ্যোগে কাব্য বিলাস এক দিনে নাটকের দুটি শো মঞ্চায়ন করে। সম্মেলিত সাংস্কৃতিক জোট এর উদ্যোগে বন্যার্তদের সাহায্যে এই পথ নাটকের আয়োজন করা হয়। গণ-সংগীত ও পথনাটক দেখতে জনসাধারণ ভিড় করে। তাদের কাছে বাক্স ও চাঁদর পেতে মুক্ত হস্তে অর্থ সাহায্য চাওয়া হয়। এই আহ্বানে সর্বসাধারণ আশানুরূপ সাড়া দিয়েছে। বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। রাজধানীর উত্তরার সম্মেলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী অর্থ সংগ্রহে নিজেদের কর্মী ও শুভার্থীদের নিয়ে এই কার্যক্রমে অংশগ্রহণ করে। আনান বাউলের গান এবং কাব্য বিলাস এর নাটক দেখে দর্শকেরা মুগ্ধ হয়। সম্মেলিত সাংস্কৃতিক জোটের পক্ষে মিজানুর রহমান বলেন, সারাদেশের বন্যা আক্রন্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতেই এই উদ্যোগ। সারাদেশ থেকে সাংস্কৃতিক দল গুলো নিজ অবস্থান থেকে অর্থ সংগ্রহ করে তা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তর করবে। সেখান থেকে বন্যা-কবলিত এলাকার মানুষের সাহায্যে প্রতিনিধি টিম আক্রন্ত এলাকা পরিদর্শন করে বন্যা আক্রন্ত ব্যক্তিদের সাহায্য করবে। তিনি সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহ্বান জানান।

আর পড়তে পারেন