মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ার শিশু তানিম ৫ দিন পরে দাউদকান্দি থেকে উদ্ধার: অপহরণকারী আটক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

অপহরণের ৫ দিন পরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপর থেকে বরুড়ার ৫ম শ্রেণির ছাত্র শিশু আদিত্য তানিমকে (১১) উদ্ধার করা হয়েছে। এ সময়  অপহরণকারী চক্রের সদস্য আবু ইউছুফকে আটক করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, অপহরণকারী নোয়াখালী জেলার শেনবাগ উপজেলার ঠনারপাড় খায়ের মেম্বার বাড়ির ইসমাইল মিয়ার ছেলে।

ঘটনার সুত্র জানা যায়, বরুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড পুরান কাদবার আনোয়ার হোসেনের ছেলে মোঃ তানিম হোসেন(১১) গত ১৮ এপ্রিল  রবিবার বরুড়া পৌরসদরের চান্দিনা রোড হতে হারিয়ে যায়। বহু খোজাখুজি শেষে বরুড়া থানায় তাহার পরিবারের পক্ষ হতে সাধারণ ডায়রী করেছিল।

অপহরণকারীর চক্র ২২ এপ্রিল তানিমের কাকা সুলতান আহম্মেদকে কল করে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবী করলে দিতে রাজি হয়েছিল। তারা বরুড়া থানা পুলিশকে ব্যাপারটি অবহিত করে। পরে বরুড়া থানা পুলিশ অভিযান করে কুমিল্লার দাউদকান্দি থেকে তানিমকে উদ্ধার করে।

এই বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, শিশু উদ্ধারের ঘটনায় অপহরণকারীর বিরুদ্ধে ২৩ এপ্রিল বরুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন