শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় আওয়ামী যুবলীগের আহ্বায়কের বিরুদ্ধে অনাস্থা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৯, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া ঃ
কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক রুহুল কুদ্দুস সুমনের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন দুই যুগ্ম আহ্বায়ক সহ ১৪ সদস্য।

শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে চার পাতার লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউল কাউসার। লিখিত অভিযোগে তিনি বলেন, বরুড়া উপজেলা আওয়ামীলীগে একটি বৈধ কমিটি থাকার পরও তথাকথিত ভুয়া কমিটির সুপারিশক্রমে যুবলীগের কেন্দ্রীয় দপ্তরে রুহুল কুদ্দুস সুমনকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি জমা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় গত ১৫ই মে কেন্দ্রীয় ভাবে ঐ কমিটির অনুমোদন দেওয়া হয়। অভিযোগে বলা হয় রুহুল কুদ্দুস সুমন বিগত ১৪ বৎসর যাবত উপজেলা দলীয় রাজনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ততা নেই। স্থানীয় এবং জাতীয় নির্বাচনের সময় সে দলের প্রার্থীর পক্ষে কাজ না করে বিরোধী প্রার্থীর পক্ষে কাজ করেন। উপজেলা আওয়ামীলীগের স্ব-ঘোষিত সভাপতি মো. রুহুল আমিন সুমনের বাবা ও সাধারণ সম্পাদক আলী আজ্জম একই ইউনিয়নের লোক। উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এর সুপারিশকৃত কমিটি অনুমোদন দেওয়ার দাবি করেন। ২১ সদস্যের মধ্যে উপস্থিত ১৪ জন থেকে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন। তারা হলেন যুগ্ম আহ্বায়ক বকতার হোসেন, সদস্য সোহেল সামাদ, নাসির উদ্দিন মিহির, শাহিনুর হোসেন, মিজানুর রহমান, শাহজাহান, বিপদ চন্দ্র শীল, বিল্লাল হোসেন খোকন, মো. জাকির হোসেন, আবুল বাসার, ওমর ফারুক ভূঁইয়া, আবুল কালাম ভূঁইয়া ও মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা (দঃ) জেলা আ’লীগের সদস্য সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, পৌর আ’লীগের আহ্বায়ক আবদুর রশিদ, উপজেলা আ’লীগের সদস্য নাসির উদ্দিন লিংকন, আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা আমির হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।

আর পড়তে পারেন