বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ৪ বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্নহত্যার চেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩০, ২০১৭
news-image

 

আরিফ আসগর ও সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নে ৪ বছরের কন্যা সন্তান হাবিবা আক্তার বৃষ্টিকে বিষ খাইয়ে হত্যা করে নিজে বিষপান করে আত্নহত্যা করার চেষ্টা করেছেন নাসরিন আক্তার নামের এক মহিলা।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের নরিন্দ্রপুর গ্রামে এ দুঘর্টনা ঘটে।রাত ৯  টার দিকে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশু হাবিবা আক্তার বৃষ্টি উপজেলার আদ্রা ইউনিয়নের নরিন্দ্রপুর গ্রামের মাসুদ আলমের মেয়ে। শিশুটির মাতা বরুড়ার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানান, শিশুটির মাতা প্রথমে শিশুটি বিষপান করিয়ে হত্যা করে। পরে নিজে বিষপান করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতে ঘোষণা করে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ  জানান, চাকরির কারণে নাসরিনের স্বামী চট্টগ্রামে থাকেন। শ্বশুর-শাশুড়ির সঙ্গে নাসরিন ওই বাড়িতে থাকতেন। নাসরিন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর দাবী।কি কারণে এমন তাণ্ডব করেছে তা জানা যায়নি, তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এখনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে মামলা হবে বলে জানান বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আর পড়তে পারেন