রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি চাঁদপুর জেলা কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২২, ২০২২
news-image

 

মাসুদ হোসেন,চাঁদপুরঃ

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা), চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে শহরের মুক্তিযোদ্ধা সড়কে এ্যারোমা চাইনিজ রেষ্টুরেন্টে বাপসার জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি বশির উল্যাহ খন্দকার, সাংগঠনিক সম্পাদক সালামত উল্যাহ খান শাহীন, বাপসার কেন্দ্রীয় সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন সভাপতি মোঃ সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ নভেম্বর চাঁদপুর জেলা বাপসার সাধারণ সভায় পূর্বের নির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট কমিটিকে দ্বিতীয় মেয়াদে অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে ৪৭ সদস্য বিশিষ্ট জেলার পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনুমোদনের জন্য চলতি বছরের ৮ জানুয়ারি কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হয়। কমিটি ২৪ জানুয়ারি ওই কমিটি অনুমোদন দেন। এরপর শুক্রবার (২২ এপ্রিল) অভিষেকের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পূর্নাঙ্গ কমিটির সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি বশির উল্যাহ খন্দকার, মো. গোলাম মোস্তফা শামীম, আব্দুল ওহাব দেওয়ান, দুলাল চন্দ্র ঘোষ, সোলায়মান মিয়া, মো. ওয়ালি উল্যাহ, নির্মল চন্দ্র পাল এবং মিজানুর রহমান সর্দার। সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, যুগ্ম সম্পাদক মহিবুবুল আহসান নিপু, মাইনুল ইসলাম, মো. মানিক মিয়া, বিল্লাল হোসেন সোহাগ, জসিম উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সালামত উল্যাহ খান শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান মীর, করিম আহম্মেদ দীপু, ফররুখ আহম্মেদ, আবুল কালাম, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ সোহেল, সহ-অর্থ সম্পাদক রাকিবুল হাসান রুবেল।

প্রচার সম্পাদক ইব্রাহীম খলিল মানিক, সহ-প্রচার সম্পাদক তপন চন্দ্র ভৌমিক, অন্তু দে, দপ্তর সম্পাদক মশিউর রহমান রিয়াদ, সহ-দপ্তর সম্পাদক রাজিব ভক্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রায়হান বকাউল, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি পোদ্দার, হালিমা আক্তার রুমা, মহিলা বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া বশরি, নির্বাহী সদস্য, মো. মোস্তফা খান, আজহারুল ইসলাম গাজী, মো. নাছির উল্যাহ শেখ, সঞ্জিব চন্দ্র চন্দ, আবু বকর মানিক, মাহমুদ আমিন, নাছির আলম, সাগর চন্দ্র দাস, মো. আমির হোসেন, শ্যামল চন্দ্র দাস, মনসুর আহমেদ, মো. হানিফ মিয়া, মো. ওয়াদুদ সরদার, মানসী সাহা ও মাসুদুর রহমান মাসুম।

অভিষেক ও ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফুল ইসলাম নাহিদ।

আর পড়তে পারেন