শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ও ইউএস সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের মধ্যে ল্যান্ড ফোর্সেস টক অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:
মেজর জেনারেল ক্রিস স্মিথ, ডেপুটি কমান্ডার জেনারেল এর নেতৃত্বে ইউএস প্যাসিফিক কমান্ড এর তিন সদস্যের একটি ডেলিগেশন সেনাসদরে লেঃ জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, সিজিএস এর সাথে সাক্ষাৎ করেন।

২৫ জুলাই অনুষ্ঠিত এ সাক্ষাতকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতার মান বাড়ানোর বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের Global Peace Operations Initiative (GPOI) মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী অংশীদারিত্বের ভিত্তিতে জাতিসংঘ এবং আঞ্চলিক শান্তি সহায়তা কার্যক্রমকে কিভাবে আরো কার্যকর ও বেগবান করতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও Chemical Disaster Response এর ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়েও ইউএস সেনাবাহিনীর সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র বিশেষ সম্পর্কে আলোকপাত করা হয়।

উল্লেখ্য, প্রতিনিধি দলটি তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ২৮ জুলাই প্রত্যাবর্তন করবেন।

আর পড়তে পারেন