বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ হবে উন্নয়নের মডেল –মোঃ তাজুল ইসলাম এমপি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৫, ২০১৭
news-image

সেলিম চৌধুরী হীরাঃ
এক সময় বহির্বিশ্বে বাঙ্গালীদের পাসপোর্ট তাচ্ছিল্যের সাথে ছুঁড়ে ফেলে দেয়ার মত ঘটনাও শোনা যেত। তবে বর্তমানে বিশ্বদরবারে স্ব-গৌরবে সমুন্নত বাঙ্গালী জাতি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার ক্ষমতায় এসে উন্নয়ন সাধনের মাধ্যমে আমাদের ভাগ্যাকাশ থেকে ‘ভিক্ষুকের জাতি’ লাঞ্চনা চিরতরে দূরীভূত হয়েছে। সর্বোপরি অভূতপূর্ব উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একদিন বাংলাদেশ হবে উন্নয়নের মডেল।
শনিবার লাকসাম উত্তরদা ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ পরিচালনা পর্ষদের সচিব গোলাম রাব্বানী মজুমদারের সভাপতিত্বে অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এড. আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪’র জেনারেল ম্যানেজার এ.এস.এম গিয়াস উদ্দিন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগ সদস্য আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম রতন, পৌর প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন শামিম, ইউপি আ’লীগ সভাপতি মাষ্টার শাহাদাত হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন করেন মোঃ তাজুল ওইদিন দুপুর দেড়টায় সৌদী প্রবাসী এনামুল কবির খাঁন পিন্টুর বাড়ীতে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন