বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিআরডিবি’র উপপরিচালকবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিআরডিবি’র উপপরিচালকবৃন্দের জন্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের সম্মানিত মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)এর মহাপরিচালক (সচিব)  মুহম্মদ মউদুদউর রশীদ সফদার  । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির পরিচালক(প্রশাসন)  মোঃ হাসানুল ইসলাম এনডিসি  ।

এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন বিআরডিবির ৩১ জন কর্মকর্তা । সভাপতি তাঁর বক্তব্যে  পল্লী উন্নয়ন এর ক্ষেত্রে বার্ড এর অতীত ঐতিহ্য তুলে ধরেন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি বার্ড এর সোনালী অতীত তুলে ধরে বলেন বার্ড হতে বিআরডিবি জন্ম । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ), কোর্স পরিচালক সহ অন্যান্য অনুষদ সদস্যগণ।

আর পড়তে পারেন