সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা সালাউদ্দিনকে তুলে নেওয়ার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে আদালত থেকে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রবাড়ী এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তানভীর আহমেদ রবিন এক ক্ষুদে বার্তায় জানান, আমার বাবা সালাউদ্দিন আহমেদকে যাত্রাবাড়ী (হানিফ উড়াল সড়ক থেকে) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাচ্ছি না। দয়া করে আপনারা খোঁজ নেবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি রাজধানীর ওয়ারী থানা এলাকার মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের কাছে একটি বাসে পেট্রোল দিয়ে আগুন ধরানোরে মামলায় ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আর পড়তে পারেন