শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের কোচ বরখাস্ত!

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৩, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দুয়ারে বিশ্বকাপ। আসরটি শুরু হতে মাত্র সাত সপ্তাহ বাকি। ঠিক এই সময়ে কোচ রিচার্ড পাইবাসকে বরখাস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলটির অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ফ্লয়েড রেইফার। আর কোর্টনি ব্রাউনের জায়গায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন রবার্ট হেইন্স। পুরো নির্বাচক কমিটি পরিবর্তন এনেছে দেশটি বোর্ড।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) সভাপতি রিকি স্কেরিট বলেন, ‘রেইফার ওয়েস্ট ইন্ডিজের শ্রেষ্ঠত্বের নীতিমালা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস। তাঁর কোচিংয়ে আমাদের ক্রিকেট এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরম্যান্সে দারুণ উন্নতি হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-১ ব্যাবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে তারা। আগামী ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

গত জানুয়ারিতে বাংলাদেশের সাবেক কোচ পাইবাসকে কোচ নিয়োগ দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সাবেক অধিনায়ক ড্যারেন সামিসহ অনেকেই এই ইংলিশ কোচের নিয়োগের সমালোচনা করেছিলেন।

বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে বেশ কিছু তারকা খেলোয়াড় জাতীয় দলের বাইরে আছেন। যারা অনেকেই জাতীয় দলের চেয়ে বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলাটাকেই প্রাধান্য দিচ্ছেন। কোচ পরিবর্তন হওয়ায় ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেলের মতো তারকা খেলোয়াড়দের ওয়েস্ট ইন্ডিজ দলের দরজা খুলে যেতে পারে। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ডেভ ক্যামেরনকে হারিয়ে সিডব্লুআই সভাপতি নির্বাচিত হন স্কেরিট।

আর পড়তে পারেন