শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৬, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকা পুর বাজারের পশ্চিম পাশের কৃষি জমি থেকে মাটি কেটে টাক্টরে করে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজনকে এক লক্ষ টাকা  করে জরিমানা আদায় করে।

জানা গেছে, বুধবার বিকালে বুড়িচং উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালায় উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর কালিকা পুর এলাকায়। কালিকা পুর বাজারের পশ্চিম পাশের কৃষি জমি থেকে মাটি কেটে টাক্টর যোগে অন্যত্র বিক্রি করে। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাতে নাতে ওই এলাকার মাটি ব্যবসায়ী আব্দুল মান্নান কে কৃষি জমির মাটি কাটা অবস্থায় টাক্টর সহ আটক করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম কৃষি জমির মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আদায় করে।

অপর দিকে একই এলাকার রেললাইন এর পাশে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অপরাধে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ২টি মাটি ভর্তি ড্রামট্রাক জব্দ করে থানা হেফাজতে দেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের সদস্য গণ।

আর পড়তে পারেন