শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে গোমতী নদী থেকে মাটি উত্তোলন: ইউপি সদস্যকে ১ লাখ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৬, ২০২৩
news-image

 

স্টাফ রির্পোারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ইউপি সদস্য মোঃ সেলিম মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর-রামচন্দ্রপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সেলিম মোল্লা দীর্ঘদিন ধরে গোমতী নদীতে ড্রেজার মেশিন চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলামের নেতৃত্বে এস আই রাজীব চৌধুরী ও সঙ্গীয় ফোর্সসহ ভারেল্লা উত্তর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।। এসময় ইউপি সদস্য মোঃ সেলিম মোল্লাকে আটক করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আর পড়তে পারেন