বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে মাদকাসক্ত যুবক ও স্বামীর পরকিয়ার জের ধরে স্ত্রীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৩, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার লোহাইমুড়ি ও উত্তর কন্ঠনগর গ্রামে সোমবার গভীর রাতে গলায় ফাস দিয়ে এক মাদকাসক্ত যুবক ও স্বামীর পরকিয়ার জের কিংবা স্বামী স্ত্রীর মনমালনের জের ধরে পৃথক ভাবে একই রাতে ২ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায় উপজেলার বাকশীমূল ইউনিয়নের লোহাইমুড়ি গ্রামের মো: আব্দুল জলিলের মাদকাসক্ত ছেলে মো: কামরুজ্জামান চৌধুরী(২২) মায়ের নিকট মাদকসেবনের জন্য টাকা চায়।মায়ের নিকট থেকে টাকা না পেয়ে অভিমান করে দিবাগত সোমবার গভীর রাতে ঘরের তীরের সঙ্গে তার পেছিয়ে গলায় ঝুলে আত্মহত্যা করে।তার মা ভোর রাতে সেহেরী খাওয়ার জন্য উঠে কামরুজ্জামান চৌধুরীকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে জানালা ভেঙ্গে দেখে তার লাশ ঝুলতে থাকে ।খবর পেয়ে বুড়িচং থানার এস আই আবুল কামাল আজাদ লাশের সুরত হাল রিপোট তৈরি করেন।স্থানীয় সূত্র জানায় সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজ থেকে ২০১৭সনে এইচ.এসসি পরীক্ষা পাশ করে।সে একজন মেধাবী ছাত্র ছিল।

অপরদিকে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর কন্ঠনগরের গ্রামে আয়শা আক্তার(৩২)৩ সন্তানের জননী একই রাতে ঘরের তীরের সঙ্গে গলায় উড়না পেছিয়ে ঝুলে আত্মহত্যা করেন।স্থানীয় সূত্র জানায় আয়শা আক্তার উত্তর কন্ঠনগর গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিব কলহ এবং স্বামীর সঙ্গে অন্য মেয়ের পরকিয়া বাধা দেওয়াকে কেন্দ্র করে ২জনের ঝগড়া বিবাদ হত ।সোমবার গভীর রাতে কোন এক সময় গলায় উড়না পেছিয়ে তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।সেহেরী খেতে উঠে আয়শা আক্তারের বড় ছেলে দেখে তার মা তীরের সঙ্গে ঝুলে আছে ।সকালে বুড়িচং থানার এস আই পুষ্প বরন চামকা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে এই ২ আত্মহত্যার ঘটনা বিষয়টি নিশ্চিত করেন।এবিষয় থানায় পৃথক ২টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

আর পড়তে পারেন