বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে লাইসেন্সবিহীন করাতকলে মোবাইল কোর্ট অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৬, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে  লাইসেন্সবিহীন ৩টি করাতকল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।

২৫ ফেব্রুয়ারি বিকেলে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বুড়িচং সদরের বিভিন্ন করাতকলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ইমরুল হাসান। এ সময় কাদের স’মিল ও জসিম স’মিল এর লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ২৪ ফেব্রুয়ারি একই অপরাধে খাজা স’মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুড়িচং উপজেলা বন কর্মকর্তার তথ্যসূত্রে জানা যায়, বুড়িচং উপজেলায় মোট ৭৬ টি করাতকল রয়েছে যার মধ্যে ৫৬টির লাইসেন্স নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান জানান বুড়িচং উপজেলার লাইসেন্স বিহীন করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান শুরু হয়েছে, পর্যায়ক্রমে সকল লাইসেন্স বিহীন স’মিলে অভিযান পরিচালনা করা হবে।

আর পড়তে পারেন