বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে ১০ হাজার পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা ৬০ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৯ হাজার ৭শত ৮০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি।ভারতীয় ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৩৪ হাজার টাকা। মঙ্গলবার রাতে এ ঘটনায় বিজিবি বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা সেক্টরের অধীনে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর শংকুচাইল বিওপি কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ২০৬৩/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর হায়দ্রাবাদ এলাকায় ভারতীয় সীমান্ত পার হয়ে দুই জন মহিলা এক জন পুরুষ প্রবেশ করে।এ সময় বিজিবি তাদের দেহ তল্লাশি করে ৯ হাজর ৭ শত ৮০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হল ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর গ্রামের মোঃ মনির হোসেনের স্ত্রী মোসাঃ সুমী আক্তার (২৫)।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর- ইউনিয়নের হায়দ্রাবাদ গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মোঃ ফুল মিয়া (৬৫) এবং ফুল মিয়ার স্ত্রী মোসা. হনুফা আক্তার (৫৮)।

আটককৃত মাদক ব্যবসায়ীদের বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।

আর পড়তে পারেন