শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০১৮
news-image

মোঃ আনোয়ারুল ইসলাম:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ ইস্যুতে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে বিভিন্ন প্রবাস ফেরত অভিবাসীদের অংশ গ্রহনে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) সভাটির আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) স¤্রাট খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, মাধবপুর ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহাম্মেদ, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান, সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূইয়া, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সেলিম মুন্সি, মহিলা বিষয়ক অফিসার আফরোজা বেগম, ওকাপ এর নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী।

পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া ওকাপ এর ফিল্ড অফিসার রথিংন্দ্র কোচ। সার্বিক তত্ত্বাবদায়নে ছিলেন ব্রাহ্মণপাড়া ওকাপ এর ফিল্ড অর্গানাইজার মোঃ শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাঃ রুবি সুলতানা, প্রবাস ফেরত অভিবাসী কর্মী মুক্তিযোদ্ধা ফুল মিয়া, সৈয়দ নাজমুল হাসান, আব্বাস খান, জয়নাল হাজারী, সফিকুল ইসলাম মেম্বার, গাজী সাইদুল হক এমরান, বাতেন ভূইয়া, আবদুল আলী সহ উপজেলার প্রবাস ফেরত বিভিন্ন অভিবাসী কর্মীগণ।

আর পড়তে পারেন