শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ট্রাকচাপায় রেলওয়ের স্টাফ নিহত, ২ জন আহত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় কিসমত মিয়া (৪০) নামের রেলওয়ের স্টাফ নিহত হয়েছেন। এ ঘটনায় কালিপদ (৩০) ও কাউসার (৩৫) নামের আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিসমত মিয়া জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত আইনাল মিয়ার ছেলে। তিনি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনের পয়েন্টম্যান পদে বদলি হয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আখাউড়া থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। ওই অটোরিকশাটি দিয়ে কিসমত মিয়াসহ আরও কয়েকজন যাত্রী আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন।

পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কিসমত মিয়া মারা যায় ও দুইজন আহত হয়। হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে আনার আগেই একজন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

আর পড়তে পারেন