শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ফটোকপি মার্কেটে আগুন, ১ কোটি টাকার ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৯, ২০১৭
news-image
আয়েশা আহমেদ লিজা, ব্রাহ্মণবাড়িয়া ঃ
ব্রাহ্মণবাড়িয়ায়   ফটোকপির   মার্কেটে  এক   ভয়াবহ   অগ্নিকান্ডে   ১১টি দোকান   পুড়ে   ছাই   হয়ে   গেছে।   রবিবার   রাত   দিবাগত   মধ্যরাতে   শহরেরকোর্ট রোড এলাকার সিটি মার্কেট সংগলগ্ন ফটোকপির মার্কেটেএ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ফটোকপি, কনফেকশনারি ও দলিল লেখকের অফিস রয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, রাত প্রায় দেড়টার দিকে ফটোকপিমার্কেট সংলগ্ন সিটি সেন্টারে অবস্থিত শাহজালাল ইসলামী ব্যাংকের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ফটোকপিমার্কেটে   ছড়িয়ে   পড়ে।   আগুনে   ৬টি   ফটোকপি   দোকান,   ভি.আই.পিবেকারী,   একটি   দলিল   লেখক   অফিস,   একটি   পানের   দোকানসহ   ১১টিসম্পূর্ণ   রূপে   ভষ্মীভূত   হয়।   আগুনে   ১৬টি   ফটোকপি   মেশিন,১৫শতাধিক দলিল পুড়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ওস্থানীয় লোকজন  আগুন নিয়ন্ত্রনে আনে।  আগুনে প্রায় ১  কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসস্টেশনের সিনিয়র কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রাত দুইটার দিকেঅগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুননিয়ন্ত্রণে   আনে।   প্রাথমিকভাবে   মনে   হচ্ছে   বিদ্যুতের   শর্টসার্কিটথেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আর পড়তে পারেন