শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আধারে কোরবানির গরু চুরি করে মাংস বিক্রি

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৩, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায কোরবানির গরু চুরি করে জবাইয়ের পর মাংস বিক্রির সময় কায়কোবাদ ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এরশাদ মিয়া নামে এক মাংস দোকানিসহ অন্য চোরেরা পালিয়ে যায়।

সোমবার ভোররাতে পৌরশহরের বড়বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত কায়কোবাদ ভূঁইয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের মৃত আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম মাস্টার কোরবানি দেওয়ার জন্য একটি লাখ টাকা দামের ষাঁড় গরু লালনপালন করছিলেন। পাশের বাড়ির বাসিন্দা একাধিক মাদক মামলার আসামি কায়কোবাদ ভূঁইয়া গভীররাতে গোয়ালঘর থেকে গরুটি চুরি করে।

পরে রাতেই গরুটি জবাই করে ভোররাতে আখাউড়া পৌরশহরের বড় বাজারের মাংসের দোকানী এরশাদ মিয়ার কাছে বিক্রি করতে নিয়ে যায় কায়কোবাদ ও তার সঙ্গীয় চোরেরা।

আখাউড়া থানার ওসি মিজানূর রহমান জানান, চুরি করে জবাই করা গরুর তিন বস্তায় আড়াই মণ মাংসসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ওই মাংসের বাজারমূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। চুরি যাওয়া ওই গরুর চামড়াসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।

আর পড়তে পারেন