শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৩০, ভাংচুর ও অগ্নিসংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৮, ২০১৭
news-image
আয়েশা আহমেদ লিজা,ব্রাহ্মণবাড়িয়া॥
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে শনিবার দুপুরে দুপক্ষের সংর্ঘষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এসময় অন্তত ১০/১২টি ঘর ভাংচুর ও লুটপাট এবং ২টি অগ্নিসংযোগ করে হামলকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, পরকীয়া প্রেমের জের ধরে উপজেলার নজর হাটির মনু মিয়া মেম্বারের বাড়ি ও মগল মিয়ার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধরে হামলাকারীরা মনু মেম্বারের বাড়ির ১০/১২টি ঘর ভাংচুর ও লুটপাট এবং ২টি ঘরে অগ্নিসংযোগ করে। পড়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন।
আশুগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আর পড়তে পারেন