শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের ৩ দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষন শুরু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২১, ২০১৭
news-image

 

আয়েশা আহমেদ লিজা,ব্রাহ্মণবাড়িয়া॥

ব্রাহ্মণবাড়িয়া জেলার  সরাইলে  বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট(পিআইবি)   এর   উদ্যোগে   সাংবাদিকদের   তিন দিনব্যাপী   বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে সোমবার থেকে ।

সকালে উপজেলা পরিষদ   মিলনায়তনে   আয়োজিত   তিনদিনব্যাপী   প্রশিক্ষন   কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয়   সাংসদ   অ্যাডভোকেট   জিয়াউল   হক মৃধা এমপি।   সরাইল   প্রেসক্লাবের   ভারপ্রাপ্ত   সভাপতি   মোহাম্মদ   আলীর সভাপতিত্বে   ও   সাধারণ সম্পাদক   বদর   উদ্দিনের   পরিচালনায়   উদ্বোধনী অনুষ্ঠানে   বক্তব্য   রাখেন   রাজশাহী   বিশ্ববিদ্যালয়ের   গণযোগাযোগ   ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রদীপ কুমার পান্ডে, সরাইল উপজেলা নির্বাহী   কর্মকর্তার   দায়িত্বে   থাকা   সহকারী   কমিশনার   (ভূমি)মোহাম্মদ   ইকবাল   হোসেন,   পিআইবির   সিনিয়র   প্রশিক্ষক   রাফিজা রহমান, ব্রাহ্মণবাড়িয়া   প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম,সাবেক সভাপতি মোঃ আরজু, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে জেলার সরাইল, নাসিরনগর ও বিজয়নগর উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

আর পড়তে পারেন