শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্যোগে চৌদ্দগ্রাম থানা কম্পাউন্ডে দৃষ্টিনন্দন ফুলের বাগান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১১, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

ফুলের সৌরভে সুরভিত হয়না কিংবা ফুলকে ভালোবাসেনা সমাজে এমন মানুষ পাওয়া দায়।  আর সেই ফুল কিংবা ফুলের বাগান যদি আপনার পাশের কোন থানার প্রবেশদ্বারে হয় তবে নিশ্চিত থানায় প্রবেশে আপনার ভয় অনেকটা কেটে যাবে। সেবাগ্রহণের শুরুতেই এমন ফুলের সৌরভে আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। যার প্রভাবে থানায় সেবাগ্রহণে আপনার সাহস এবং মনোবলও বৃদ্ধি হবে।

সেবাগ্রহীতাদের মনকে প্রফুল্ল করতে কুমিল্লার চৌদ্দগ্রামে থানা কম্পাউন্ডের চতুর্দিকে বিভিন্ন প্রকারের ফুলের বাগান স্থাপন করে দৃষ্টিনন্দন এক পরিবেশ সৃষ্টি করেছে চৌদ্দগ্রাম থানা প্রশাসন। যা নজর কাড়ছে থানায় সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের। ঋতুরাজ বসন্তের শুরুতে প্রকৃতি যখন আপন সাজে সজ্জিত হয় তখন থানা কম্পাউন্ডের বাগানে উকি দেয় নয়নতারা, সিলরী, চাঁপা, হাসনাহেনা, গেদা, গোলাফ, পিতুনিয়া, গেইটফুল, সালভীয়া, জায়ানটাচসহ দেশি-বিদেশী বিভিন্ন জাতের এসব বাহারি ফুল। থানা চত্তরের সামনে এবং পিছনের ফুলের বাগানে সরেজমিনে গিয়ে দেখা মিলেছে নতুন নতুন বাহারী সৌন্দর্য্যরে এসব ফুল গাছের।

একসময় থানা কম্পাউন্ডের আশেপাশে ধুলাবালি, পিছনে ময়লা-আবর্জনা দেখা গেলেও সেসব স্থানে এখন শোভা পাচ্ছে মনমাতানো বাহারী রংয়ের, গন্ধের বিভিন্ন প্রজাতির ফুল গাছ। এসব ফুলগাছে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের সুগন্ধী ফুলের সমাহার। অনেক ফুল গাছে নতুন মুকুলের সৃষ্টির মাধ্যমে জানান দিচ্ছে নতুন ফুলের আগমনী বার্তা। বাগানে বিভিন্ন ধরনের ফুলের মৌ মৌ গন্ধে পাল্টে গেছে থানার চত্বর।

সৌন্দর্য্য বর্ধনের দৃষ্টিনন্দন এই কাজটি করে সমগ্র চৌদ্দগ্রাম উপজেলার নজর কেড়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা। ব্যতিক্রমী এবং রুচিশীল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমগ্র চৌদ্দগ্রামবাসী।

সেবা নিতে আসা চৌদ্দগ্রামের ওসমান গণি বলেন, বিভিন্ন প্রজাতীর ফুলের বাগানে থানার পরিবেশ বদলে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে।

সেবা নিতে আসা আরো অনেকেই মন্তব্য করে বলেন, থানা কম্পাউন্ডে ফুলের বাগান পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভুমিকা পালন করছে। পাশাপাশি এমন সুন্দর ফুলের বাগান দেখে অনেকেই নতুন নতুন ফুলের কিংবা ফলের বাগান সৃষ্টিতে আগ্রহী হয়ে উঠবে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, ফুল কিংবা ফুলের বাগানের প্রতি ছোটবেলা থেকেই অন্যরকম ভালোবাসা কাজ করে। থানা কম্পাউন্ডের আশেপাশে অনেক জায়গাই দেখলাম পরিত্যক্ত কিংবা অপব্যবহার হয়ে পড়ে আছে। বিগত ১ বছর আগে উদ্যোগ নিয়ে এসব পরিত্যক্ত কিংবা অপব্যবহৃত অন্তত ১৬ শতক জমিন বাছাই করলাম ফুলের বাগান স্থাপনের জন্য। পরিকল্পনার আলোকে উদ্যোগ নিয়ে থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগীতায় ১ বছরের মধ্যেই অন্তত ১৫ প্রজাতীর ফুলের চারা রোপন করে সম্পূর্ণ থানা কম্পাউন্ডকে ফুলের বাগানে সজ্জিত করি। বাগানগুলো পরির্চযার কাজে নিজেও সময় দিই। তিনি আরও বলেন, সাড়ি সাড়ি এসব ফুল যেমন থানার কর্মকর্তা-কর্মচারীদের মনকে উজ্জীবিত করে, তেমনি মুগ্ধ করে থানায় সেবা নিতে আসা দর্শনার্থীদেরকেও।

আর পড়তে পারেন