শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভিক্টোরিয়া কলেজ বাঁধনের নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৩, ২০১৮
news-image

কলেজ প্রতিনিধি:

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের বার্ষিক সাধারণ সভা, নবীন বরণ, ডোনার সম্মাননা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গতকাল সোমবার সকাল দশটায় কলেজের জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি গোলাম সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আবু তাহের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, সংগঠনের প্রধান উপদেষ্টা ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মোশারফ হোসেন ভূঁইয়া, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো: আসাদুজ্জামান । সংগঠনের সাধারণ সম্পাদক মো: আল আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর আবুল কালাম, ফিন্যান্স এন্ড মার্কেটিং বিভাগের প্রধান কাজী মুজিবুর রহমান, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক বদরুন নাহার, কোষাধ্যক্ষ ওয়ায়েছ আল কারনী মুন্সী , সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রওনক আরা বেগম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নূর খান, জাহিদ হাসান, অর্থনীতির আহম্মেদ কাদের জামান, দর্শন বিভাগের প্রভাষক ওমর ফারুক, ও কলেজ ছাত্রলীগের সদস্য সচিব নাসিমুল ইসলাম হেলাল প্রমুখ।

এছাড়াও নোয়াখালী,ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া,রাজশাহী অঞ্চলের বাধঁন প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের প্রথম পর্বের সাধারন সভা শেষে বাঁধন ভিক্টোরিয়া কলেজ ইউনিটের ২০১৮ সালের কমিটির নিকট অনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করা হয়। পরে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের প্রবীন সদস্যরা। নবীনদের বরণ শেষে ২০১৭ সালে সর্বোচ্চ রক্ত সংগ্রহনকারীদের সম্মাননা প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরবর্তীতে অনুষ্ঠানের শেষ পর্বে সহ-সাংগঠনিক সম্পাদক রমজান ও নির্বাহী সদস্য নিগার সুলতানার যৌথ সঞ্চালনায় জমকালো সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। নৃত্য,গান আর অভিনয়ে মঞ্চ মাতিয়ে অনুষ্ঠান সফল করে তুলে সংগঠনের সদস্যরা।

আর পড়তে পারেন