শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৭, ২০১৭
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর (চাঁদপুর) থেকে :
মতলব উত্তর উপজেলায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সভায় বিজয় দিবসে নানা কর্মসূচির পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সঠিক মাপের নতুন পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ।

উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, সেখানে আনন্দ থাকবেনা তা হতে পারেনা। আমরা আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করবো। বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান সমূহে ও বিভিন্ন মার্কেটগুলোতে আলোকসজ্জা করতে হবে। যাতে করে বোঝা যায় আমরা বিজয় দিবস পালন করছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি হায়েনারা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙ্গালী জাতি সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ছিনিয়ে এনেছিল বিজয়ের লাল সবুজ পতাকা। এবার বিজয় দিবস পালন করা হবে ভিন্ন আঙ্গিকে।

সভায় বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক কামাল, উপজেলা পরিষদের আরিফুল ইসলাম সরকার ইমন, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি সামছুল হক চৌধুরী বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান হাজী মোসাদ্দেক হোসেন মুরাদ, একেএম শরীফ উল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, আজমল হোসেন চৌধুরী, সাজেদুল হাসান বাবু বাতেন, আলী আক্কাছ বাদল, দেওয়ান মো. আবুল খায়ের, লোকমান হোসেন মুন্সি, সোবহান সরকার সুভা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান, গজরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক অহেদুজ্জামান সরকার ওয়াদুদ প্রমুখ।
বিভাগীয় কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

আর পড়তে পারেন