শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব উত্তরে মাদক বিরোধী ফুটবল টূর্ণামেন্টে টাইব্রেকারে মোহনপুর জয়ী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৭, ২০১৭
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহার কর্তৃক আয়োজিত ‘প্রথম অন্তঃজেলা মাদক, বাল্য বিবাহ ও জঙ্গী বিরোধী ফুটবল টূর্ণামেন্ট-২০১৭’ এর ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলায় মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন দলকে টাইব্রেকারে হারিয়ে মোহনপুর ইউনিয়ন দল জয়ী হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার মোহনপুর আলী আহাম্মদ মিয়া মহাবিদ্যালয় মাঠে ষাটনল ইউনিয়নকে ট্রাইব্রেকারে হারিয়ে জয়ী হয়েছে মোহনপুর ইউনিয়ন। খেলার নির্দিষ্ট সময়ে গোল শুণ্য অমিমাংশিত অবস্থায় খেলা শেষ হলে ট্রাইব্রেকারে খেলা নিষ্পত্তি হয়।
খেলা উদ্বোধন করেন ও শপথ বাক্য পাঠ করান- মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক কামাল। খেলা উপভোগ করেন- মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, ফরাযীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ, হাসান মোর্শেদ চৌধুরী আহার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সরকার, ইউপি সদস্য বাবুল হোসেনসহ এলাকার ক্রীড়ামোদী দর্শক। খেলায় আইন-শৃঙ্খলা দায়িত্বে ছিলেন এসআই ওমর ফারুক ও এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স।

আর পড়তে পারেন