বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব উত্তরে ২ ড্রেজার মালিককে চার লাখ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৮, ২০১৭
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই ড্রেজার মালিককে ভ্রাম্যমাণ আদালত ৪ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শারমিন আক্তার এই জরিমানা করেন।

অর্থদন্ডপ্রাপ্ত ড্রেজার মালিকরা হলো- মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের কাজী আবুল হোসেনের ছেলে কাজী আবদুল মতিন (৩৮) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চরহোগলা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে মো. মুকুল (৩১)।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় তাদের এ অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, সম্প্রতি মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার স্থাপন করে আবদুল মতিন ও মো. মুকুল বালু উত্তোলন করে আসছিলেন। বিষয়টি উপজেলা প্রাসন জানতে পেরে সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায়। অভিযানে ২টি বালু উত্তোলন কারী ড্রেজার আটক করে।

আর পড়তে পারেন