বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে কোটি টাকার পাকা রাস্তা নষ্ট হচ্ছে অবৈধ মাটি কাটার ট্রাকের চলাচলে 

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৭, ২০২৩
news-image

 

আবুল খায়ের, মনোহরগঞ্জ :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষমতাসীন দলের দাপট খাটিয়ে ট্রাক দিয়ে মাটি কেটে ক্ষতি করছে সরকারের ব্যয়কৃত কোটি টাকার পাকা রাস্তা। এতে  বিপদে পড়ছে সাধারণ মানুষ। পাকা রাস্তা দিয়ে কাঁদা মাটি কেয়ারিং করলে বিভিন্ন স্থানে রাস্তায় মাটি পড়ে প্রতিদিনই হচ্ছে বিভিন্ন ছোটখাটো সড়ক দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মৈশাতুয়া ইউনিয়নের নীলকান্ত কলেজ পাকা রাস্তা, বিপুলাসার ইউনিয়নের পূর্ব দক্ষিণ সাইকচাইল পাকা রাস্তা, সরসপুর ইউনিয়নের ভাউপুর থেকে চাঁদপুর পাকা রাস্তা, লক্ষণপুর ইউনিয়নের  কাশিপুর বাজার থেকে লক্ষণপুর বাজার পর্যন্ত পাকা রাস্তাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে অবৈধ শত শত মাটির ট্রাক রাস্তায় বহনে নষ্ট হচ্ছে সরকারের ব্যয়কৃত কোটি টাকার পাকা রাস্তা। এতে নেই কোন প্রশাসনের  ভূমিকা।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো সফিউল আলম জানান, মাটি কাটার ট্রাকের বিরুদ্ধে কোন অভিযোগ আসলে সাথে সাথে পুলিশ ট্রাকের ড্রাইভারসহ ধরে থানা নিয়ে আসে। টোকেন সম্পর্কে জানতে চাইলে তিনি অবগত নয় বলে ফোনটি কেটে দেয়।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো সাইফুল ইসলাম কমল জানান , আমরা প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালতে মাধ্যমে অভিযান চালাচ্ছি। উপজেলা বিভিন্ন ইউনিয়নে টোকেন ব্যবহার করে যেসব অবৈধ ট্রাক ও অটোরিকশা চলে এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ সম্পর্কে অবগত নই। কে টোকেন দিচ্ছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে।

আর পড়তে পারেন