শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে ২০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো দেবপুর জনকল্যান পরিষদ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৪, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
মনোহরগঞ্জে ২০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলো স্বেচ্ছাসেবী অলাভজনক প্রতিষ্ঠান “দেবপুর জনকল্যান পরিষদ” ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নরহরীপুর বাজারের চত্বরে গিয়াস উদ্দিন সৈকত(দেবপুর জনকল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান) সভাপতিত্বে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় দুস্থ, হতদরিদ্র, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, গরুর মাংস, চাউল, ডাউল, চিনি, সেমাই, তেল।

এই সময় উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল মমিন তালুকদার, আবুল খায়ের চৌধুরী, মৌলভী সুলতান আহম্মেদ চৌধুরী, মাও. মো. আহসানুল্লাহ, মুহাঃ শাফায়েত উল্লাহসহ প্রমুখ।

সংগঠনটি ২০১১ সাল থেকে প্রতিটি ঈদে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় দুস্থ, হতদরিদ্র, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা ছাড়াও তাদের মান উন্নয়নে কাজ করে চলেছে। সমাজের এসব সুবিধা বঞ্চিত মানুষ ঈদ কে সামনে রেখে খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আর পড়তে পারেন