শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহিলা বিশ্বকাপ ক্রিকেট শুরু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৪, ২০১৭
news-image

 

সেলিম সজীব

আজ শনিবার থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে মহিলা বিশ্বকাপের এগারতম আসর। এই নিয়ে তৃতীয়বারের মত মহিলা বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড। বর্তমানে আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। ডার্বিতে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও ভারত এবং ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। দুটি ম্যাচই শুরু হবে বেলা সাড়ে তিনটায়। ১৯৭৩ সালে প্রথম অনুষ্ঠিত হয় মহিলা বিশ্বকাপ। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে সাতটি দল অংশ গ্রহণ করেছিলো। লিগ ভিত্তিক ওই আসরে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ইংল্যান্ড। রানার্স-আপ হয়েছিলো অস্ট্রেলিয়া। এর পাঁচ বছর পর ভারতের মাটিতে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। এবার অংশ নিয়েছিলো চারটি দেশ। এবারও লিগ ভিত্তিক আসরে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। এই আসরটিতেই শেষবারের মত লিগ পদ্ধতিতে শিরোপা নির্ধারণ করা হয়। এরপর আটটি আসরেই ফাইনাল ম্যাচের মাধ্যমে সেরা দল বেছে নেওয়া হয়।

আর পড়তে পারেন