শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আর্জেন্টাইন তরুণ আলভারেজের ডাবল হ্যাটট্রিক

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৬, ২০২২
news-image

স্পোর্টস ডেস্ক:

সপ্তাহ খানেক পরেই ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন জুলিয়ান আলভারেজ। এর আগে বুধবার রাতে রিভারপ্লেটের হয়ে কোপা লিবার্তাদোরেস দে আমেরিকার ম্যাচে মাঠে নামেন তিনি। আর নেমেই ইতিহাস। দলের বিশাল জয়ে একাই করলেন ছয়টি গোল।

ল্যাতিন আমেরিকার কন্টিনেন্টাল ক্লাব প্রতিযোগিতায় এফ গ্রুপের ম্যাচে পেরুর ক্লাব আলিয়াঞ্জা লিমার বিপক্ষে এ ইতিহাস গড়েন আলভারেজ। ৮-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুই অর্ধে তিনটি করে গোল করেন ২২ বছর বয়সী এ তরুণ। তবে এমন কীর্তিতে দ্বিতীয় তিনি। এর আগে ১৯৮৫ সালে এ প্রতিযোগিতায় বলিভিয়ার ব্লুমিং ক্লাবের হয়ে এক ম্যাচে ছয়টি গোল করেছিলেন জুয়ান কার্লোস সানচেজ।

রিভারপ্লেটের হয়ে প্রথম এ কীর্তি গড়ে দারুণ উচ্ছ্বসিত এ তরুণ, ‘আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। পুরো দলই। গ্রুপ পর্ব শেষ করার আগে আমাদের এমনটা জয় প্রয়োজন ছিল। আমি খুবই খুশি। এটা খুব গুরুত্বপূর্ণ জয়। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করেছি। এখানে অনেক দারুণ সময় কাটল।’

গত জানুয়ারির ট্রান্সফারে আলভারেজকে ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নেয় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে বর্তমানে আর্জেন্টিনার ক্লাবটিতে খেলছেন ধারে। নতুন মৌসুমকে সামনে রেখে আগামী মৌসুমেই সিটির ক্যাম্পে যোগ দেওয়ার কথা।

এদিকে আগামী মৌসুমেও ধারে আলভারেজকে বার্সেলোনা সহ অনেক ক্লাবেই পাঠানোর গুঞ্জন ছিল ফুটবল মহলে। তবে গত বুধবার এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ম্যানসিটির চিফ এক্সিকিউটিভ ফেরান সোরিয়ানো, ‘জুলিয়ান আলভারেজকে ধারে নেওয়ার জন্য আমাদের অনেক প্রস্তাবই এসেছে। তবে সে কোথাও যাচ্ছে না।’

আর পড়তে পারেন