বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাশরাফীকে নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই: বিসিবি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩০, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মাশরাফীকে নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই বোর্ডের। খেলার ব্যাপারে সিদ্ধান্ত তার একান্তই নিজস্ব। জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। তবে আগামী বছরেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরছেন বলে জানান তিনি। এছাড়াও টাইগারদের ব্যাটিং কোচের নাম শিগগিরই জানা যাবে বলেও নিশ্চিত করেছেন আকরাম খান।

ফুরিয়ে যাননি মাশরাফী। তার প্রমাণ তো দিয়েছেন বহুবারই। সবশেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ম্যাশের রুদ্রমূর্তি আরও একবার দেখেছে প্রতিপক্ষ। তবে বয়স আর শুধু এক ফরম্যাটেই জাতীয় দলকে গুডবাই না বলায়, মাশরাফী আসন্ন ক্যারিবিয়ান সিরিজে থাকবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে নাটকীয়তা।

নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ম্যাশের না থাকার খবর পুরনো। নতুন খবর টাইগারদের সাবেক এই কাপ্তান নেই বিসিবির কোন পরিকল্পনায়। এ ইস্যুতে বলও মাশরাফীর কোর্টেই ঠেলে দিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। তবে সাকিব ফিরছেন কেন্দ্রীয় চুক্তিতে।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘এখন পর্যন্ত মাশরাফীকে নিয়ে পরিকল্পনা নেই বোর্ডের। তার জাজমেন্ট আসলে তার কাছে। সে দেশের অন্যতম সেরা একজন ক্রিকেটার। তবে সাকিব আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরছে।’

উইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহেই কন্ডিশনিং ক্যাম্প শুরুর পরিকল্পনা বোর্ডের। দল ঘোষণা হবে দুই ধাপে। প্রাথমিক স্কোয়াডের পর ১৪ ও ১৬ই জানুয়ারি দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে ঘোষণা হবে চূড়ান্ত দল।

জন লুইস শেষ পর্যন্ত নেইল ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হচ্ছেন কি না তা জানা যাবে দু-এক দিনের মধ্যেই। তবে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে চুক্তির ১০০ দিন যে পূর্ণ করবেন ভেট্টোরি সেটা নিশ্চিত করলেন আকরাম।

এদিকে, ছুটি কাটিয়ে ৩ জানুয়ারি দেশে ফিরছেন জাতীয় দলের সব কোচিং স্টাফরা।

আর পড়তে পারেন