শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মা ও নিখোঁজ শিশুকে মেঘনা নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৭, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :
মঙ্গলবার মা ও বুধবার বিকেলে নিখোঁজ শিশুকে মেঘনা নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদরের কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে বুধবার বিকেলে নিখোঁজ তিন মাসের সন্তান মোহাম্মদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকালে মেঘনা নদী থেকে মা কহিনুর রহমান ইভার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার বিকালে চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ি পুলিশ ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সোমবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি ইমাম হাসান-২ নামে একটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চটি চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনা নদীতে পৌঁছলে তিন মাসের সন্তান মোহাম্মদ মায়ের কোল থেকে নদীতে পড়ে গেলে সন্তানকে বাঁচাতে মা ইভা নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় মা ও সন্তান দুইজনই মেঘনা নদীতে নিখোঁজ থাকেন। পরে মঙ্গলবার বিকেলে নদী থেকে ভাসমান অবস্থায় মা কহিনুর রহমান ইভা ও বুধবার বিকেলে শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

শিশু সন্তানের মরদেহটি তার নানা নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকার জিয়াউর রহমান স্ত্রী কহিনুর এবং তাদের সন্তান নিয়ে ঢাকার মোহাম্মদপুর ভাড়া বাসায় থাকতেন।

আর পড়তে পারেন